এই ব্লগ অন্যান্য ব্লগ থেকে একটু ব্যতিক্রম। এখানে যেকোন ভিজিটর ব্লগের যেকোন পোস্ট দেখতে, ডাউনলোড করতে পারছে খুব সহজেই। এখানে নিবন্ধনের জন্য কোন বাধ্যবাধকতা নেই। কোন পোস্ট এ যদি কোন প্রশ্ন বা চাহিদা থাকে তবে আপনি খুব সহজেই এখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যেহেতু আমরা অধিকাংশ মানুষ ফেসবুক ব্যবহার করি, তাই আপনি খুব সহজেই আপনার ফেসবুক এর মাধ্যমে এর যে কোন পোস্টে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।
কিন্তু আপনি যদি চান এই ব্লগে আপনিও ধর্মীয় বিষয়ক লেখা লিখে আপনার জানা বিষয়গুলো সবার সাথে শেয়ার করবেন, তাহলে আপনাকে নিবন্ধন করতে হবে।
* সফলভাবে নিবন্ধন
শেষ হলে সনাতন ব্লগ বিডি হতে একটি username ও password যাবে। এই দুটির মাধ্যমে আপনি সনাতন ব্লগ বিডিতে লগইন করতে পারবেন।
* লগইন করার পর আপনার প্রোফাইলটি সাজিয়ে ফেলুন। নিজের সম্পর্কে আপনার সুন্দর একটি বর্ননা দিন। আপনার সুন্দর একটি ছবি দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না।
* আপনার প্রোফাইল সাজানো
হয়ে গেলে আপনি আপনার খেরোখাতা হতে add
new post এ ক্লিক করে পোস্ট লিখা শুরু করতে পারেন।
Preview:
এর সাহায্যে ব্লগে আপনার লিখাটি কেমন হয়েছে তা দেখতে পারেন।
Status:
Draft এর Edit এ ক্লিক করলে আপনি এর নিচে একটি মেনু পাবেন। যার ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখবেন সেখানে দুটি অপশন বের হয়েছে। একটি হচ্ছে ১) Draft ও অন্যটি হচ্ছে ২) pending
review
আপনি যদি Pending
Review দিয়ে রাখেন তাহলে আপনার লেখাটি প্রকাশ হবে না তাই আপনার লেখাটি প্রকাশ করতে হলে খসড়া/Draft
দিয়ে লেখতে হবে ।
Visibility:এই কথাটির অর্থ হচ্ছে অবলোকন । ডিফল্ট ভাবে এটি Public
সিলেক্ট হয়ে থাকবে। তবে আপনি এর Edit বাটনে ক্লিক করলে আরও তিনটি অপশন পাবেন।
১) Public:
আপনি যদি পাবলিক/Public দিয়ে রাখেন তাহলে আপনার লেখাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। মানে হল আপনার প্রকাশের পর সবাই দেখতে পারবে।
২)Password
protected : পাসওয়ার্ড এর কাজ কি তা তো আমরা সকলেই জানি !
এটি দিয়ে রাখলে আপনার দেয়া পাসওয়ার্ড ছাড়া এটি কেউ দেখতে পারবেন না ।
৩) Private:
এই ঘরটিতে ক্লিক করে শুধু মাত্র আপনি আপনার ব্যক্তিগত/Private ফাইল রাখবেন ।
Publish
:এটির মাঝে থাকে আপনার পোস্টের রেকর্ড সমূহ । আপনি কখন কবে আপনি আপনার পোস্টটি প্রকাশ করেছেন সেই রেকর্ড ।
এখন আপনি পাবেন তিনটি সম্পূর্ণ খালি ঘর । ১) আপনি কি চাচ্ছেন যে আপনার লেখাটি ফেসবুকের সাথে এড হউক ।
আপনি কি চাচ্ছেন আমি লেখায় লাইক বাঁটন থাকুক ?
আপনি কি চাচ্ছেন আপনার লেখায় কমেন্ট হউক ? যদি আপনি এগুলোর মাঝে যে কোন একটি না চান তাহলে ঐ খানের খালি ঘরে ক্লিক করুন ।
Move
to trash : এটি দ্বারা আপনি আপনার অপ্রয়োজনীয় লেখা সমূহ আবর্জনা হিসেবে বাদ দিতে পারবেন
Pubilish:
এটি দ্বারা আপনি আপনার লেখাটি প্রকাশ করবেন ।
ক্যাটাগরি আপনার পোস্টের ক্ষেত্রে অন্তত্ গুরুত্বপূর্ণ কারন আপনি যদি সঠিক ক্যাটাগরি নির্বাচন না করেন তবে আপনার লেখাটি প্রথম পেজে দেখা যাবে না । আপনি যে বিষয়ের উপর লেখবেন আপনি সেই ক্যাটাগরি নির্বাচন করবেন ।
ট্যাগ নির্বাচন একটি অন্তত্য গুরুত্বপূর্ণ কাজ । ট্যাগ নির্বাচন করার কারন হচ্ছে আপনি একটি লেখা লিখার পর যদি আপনি ঐলেখাটি ট্যাগ না করেন তবে ঐ লেখাটি সার্চ দিয়ে পেতে কষ্টকর হবে । আর আপনি যদি সঠিক ভাবে ট্যাগ করেন তাহলে সার্চ দেয়ার সাথে সাথে আপনার লেখাটি পাওয়া যাবে । ট্যাগ নির্বাচন করবেন কিভাবে ? আপনি যে বিষয়টির উপর লেখবেন আপনি ঐ বিষয়টির উপর ট্যাগ করবেন । যেমন: আপনি যদি সনাতন ব্লগ বিডিতে পাঠকের জানার জন্য কোন পোস্ট লিখেন তবে আপনার ট্যাগ হবে জানা-অজানা. তাহলে এখন থেকে নিশ্চয় আপনার সঠিক ট্যাগ ব্যবহার করবেন ।
এর মাধ্যমে আপনি ইমেজ আপলোড করতে পারবেন।
অনেক লেখকই পোস্ট করার সময় পোস্টের ফিচার ইমেজ (Set
featured image) যুক্ত করতে পারেন না। ফলে ব্লগের মূল পাতায় আপনাদের পোস্টগুলো দেখতে ভাল দেখায় না।
-
ব্লগে নিবন্ধন করতে হলে এখানে ক্লিক করুন।