আমাদের ব্লগে স্বাগতম। আমাদের ব্লগটি একটি সম্পূর্ণ সনাতন (হিন্দু) ধর্ম নিয়ে ব্লগ ওয়েব সাইট। হিন্দু ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম । অর্থাৎ যা চিরন্তন , শাশ্বত । স্বামী বিবেকানন্দ একে সকল ধর্মের প্রসূতি স্বরূপ বলে নির্দেশ করেছেন । কারণ এই বিশ্বে প্রচলিত ধর্ম মত গুলির প্রায় সব গুলির মূল ভাব হিন্দু ধর্মে দেখা যায় । অনেক ভাষাতে হিন্দু ধর্মের উপর সাইট থাকলেও বাংলা ভাষাতে একেবারেই হাতে গোনা। কিছু ওয়েবসাইট আবার বন্ধও হয়ে গেছে। তাই বাংলা ভাষায় হিন্দু ধর্মের মহিমা প্রচারের জন্যই আমাদের এই আয়োজন। এই ব্লগে সকল লেখা হিন্দু ধর্ম নিয়ে এবং এখানে যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে তার লেখা প্রকাশ করতে পারবেন। লেখা প্রকাশের জন্য কিছু বাধ্যতা মূলক নিয়মাবলী রয়েছে যা লেখা শুরু করার আগে ব্লগার পড়ে নিবেন। এই ব্লগের প্রধান উদ্দেশ্য হিন্দু ধর্মের প্রকৃত রূপ সবার মাঝে তুলে ধরা। কারো বা কোন ধর্মকে ছোট করে তুলে ধরা আমাদের কাম্য নয়।
-আমাদের ব্লগের কিছু নিয়মাবলি-
১. লেখাগুলো যেন অবশ্যই হিন্দু ধর্ম নিয়ে হয় সে বিষয়ে অধীক মনোযোগ দিবেন। কারন এই ব্লগ হিন্দু ধর্ম নিয়ে বিশেষ ভাবে প্রকাশিত। অন্য ধর্মকে নিয়ে বাজে কিছু লেখা যাবেনা। কেউ যদি এই কাজ করেন, তবে তার লেখা বিনা নোটিশে মুছে ফেলা হবে এবং এই ব্লগ থেকে তার নিবন্ধন বাতিল করা হবে।
২. ব্লগার অবশ্যই তার নিজ দায়িত্বে লেখা প্রকাশ করবেন। কোন লেখার দায় সনাতন ব্লগ কর্তৃপক্ষ নিবেননা।
৩. বর্তমানে আমরা শুধুমাত্র বাংলাতে লেখা প্রকাশ করছি। তাই লেখা অবশ্যই বাংলায় হতে হবে।
৩. বর্তমানে আমরা শুধুমাত্র বাংলাতে লেখা প্রকাশ করছি। তাই লেখা অবশ্যই বাংলায় হতে হবে।
৪. লেখাতে কোন প্রতিষ্ঠান বা ওয়েব সাইটের বিজ্ঞাপন দেওয়া যাবেন। বিজ্ঞাপন দিতে হলে অবশ্যই আমাদের অনুমতি নিবেন।
৫. লেখাতে কোনরূপ অশ্লীল, হানীকর, উগ্র, রক্তপাত প্রভুতি ছবি দেওয়া যাবেনা।
৬. রাজনৈতিক লেখা থেকে বিরত থাকুন।
৬. রাজনৈতিক লেখা থেকে বিরত থাকুন।
৭. লেখাতে এবং মন্তব্যতে কখনো গালিগালাজ করলে বা বাজে কিছু লেখলে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৮. সরাসরি কোন সাইটের প্রোমোশনাল/রেফারেল লিঙ্ক দেওয়া যাবেনা । এই ধরনের লিঙ্ক দেওয়ার জন্য ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।