উত্তরঃ
কারণঃ শাঁখার সাদা রং স্বত্ব গুনের প্রতিক, সিঁদুরের লাল রঙ রজ গুনের প্রতিক এবং লোহার কালো রঙ তম গুনের প্রতিক। শাঁখা, সিঁদুর ও লোহা পরিহিত মহিলারা বিবাহিত। এর ফলে পর পুরুষের লোভাতুর দৃষ্টি থেকে মহিলারা রক্ষা পেয়ে থাকেন।
কারণঃ শাঁখার সাদা রং স্বত্ব গুনের প্রতিক, সিঁদুরের লাল রঙ রজ গুনের প্রতিক এবং লোহার কালো রঙ তম গুনের প্রতিক। শাঁখা, সিঁদুর ও লোহা পরিহিত মহিলারা বিবাহিত। এর ফলে পর পুরুষের লোভাতুর দৃষ্টি থেকে মহিলারা রক্ষা পেয়ে থাকেন।
উপকারিতাঃ শরীরের তিনটি প্রধান উপাদান ক্যালসিয়াম, মার্কারি এবং আয়রন। শাঁখায় ক্যালসিয়াম, সিঁদুরে মার্কারি এবং লোহাতে আয়রন আছে। মেয়েদের মাসিকের সাথে ক্যালসিয়াম , মার্কারি ও আয়রন বের হয়ে যায়। এজন্য ডাক্তাররা অস্বাভাবিক মাসিকের জন্য ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন। এজন্য শাঁখা, সিঁদুর ও লোহা পরিধান করলে শরীরের এ সকল উপাদানের অভাব পুরন হয়।