Ads 468x60px

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
আমাদের ভুবনে আপনাকে স্বাগতম-- আমাদের ব্লগটি একটি সম্পূর্ণ সনাতন (হিন্দু) ধর্ম নিয়ে ব্লগ ওয়েব সাইট। এই ব্লগের প্রধান উদ্দেশ্য হিন্দু ধর্মের প্রকৃত রূপ সবার মাঝে তুলে ধরা । কারো বা কোন ধর্মকে ছোট করে তুলে ধরা আমাদের কাম্য নয়। আপনার মতামত দিয়ে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।

"সনাতন" শব্দের অর্থ কি?

সনাতন বা Sanatana একটি সংস্কৃত শব্দ। যদি এক কথায় এর অর্থ প্রকাশ করা যায় তাহলে এর অর্থ দাঁড়াবে "Eternal" বা "চিরস্থায়ী"।
এটা কেবল মাত্র অভিধান বা Dictionary গত অর্থ। কিন্ত যদি আসলে "সনাতন বা Sanatana" শব্দটিকে যদি ইংরেজি তে অনুবাদ করা হয় তাহলে যে অর্থগুলি আমরা পাবো সেগুলি নিম্নরূপ- Eternal বা চিরস্থায়ী, Perennial বা বহুবর্ষজীবি, Never beginning nor ending বা যার শুরু নেই শেষ নেই, Abide বা সুস্থায়ী, Universal বা সার্বজনীন, Ever present বা সর্বদা বর্তমান, Unceasing বা অবিরত Nature বা প্রকৃতি, Harmony বা সুসামজ্ঞস্য, Way of truth বা সত্যের দিক, Righteous বা ন্যায়পরায়ণ Compassion বা করুণাময়, Natural law বা প্রাকৃতিক নিয়মাবলী, Light of Wisdom বা জ্ঞানের আলো, Tradition বা ঐতিহ্য, Philosophy বা দর্শনশাস্ত্র, Orderly বা সুবিন্যস্ত, Inherent Nature বা সহজাত প্রকৃতির Law of being and Duty বা অস্তিত্ব ও দায়িত্বের নিয়ম, Divinity বা ঈশ্বরত্ব, Enduring বা সুদূর অতীত

আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি কিন্তু মৃত্যুদিবস পালন করি না কেন ?

মৃত্যুদিবস ? কার মৃত্যুদিবস ? ভগবান তো মৃত্যু বরন করে নি। তিনি তো লীলা সংবরন করেছিলেন।
আবার হয়ত তুমি বলতে পারো, যার জন্ম আছে তার মৃত্যুও আছে। হ্যাঁ! ঠিকই তো যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে।
কিন্তু সেটা সাধারন মানুষের জন্য। ভগবান তো জন্মমৃত্যু রহিত। কিন্তু তা সত্ত্বেও তিনি জীবের কল্যানে লোকশিক্ষা প্রদানে জন্মগ্রহন করেছিলেন। ভগবান কখনো সর্বসাধারনকে বলে না “আমি "ভগবান’’জ্ঞানীরা বুঝে নেয়। আর যারা তার লীলা বুজতে সক্ষম তাদের কেই তিনি নিজ মহিমা বলেন। আর বাকিদের জন্য এমন কিছু করে যান যাতে তারা ভগবানকে বুঝতে পারে। এই লীলাটিও তাদের জন্যই।আর কোথায় পাওয়া গেছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে? প্রমান আছে কারো কাছে? এবার হয়ত বলতে পারে ,” জরা নামক ব্যাধ তো শ্রীকৃষ্ণকে তীর মেরে হত্যা করেছিল।’’ জরা ব্যাধ তীর

সতীর ৫১ পীঠ

শক্তিপীঠ হিন্দুধর্মের পবিত্রতম তীর্থগুলির অন্যতম। শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। সাধারণত ৫১টি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকে।
ভারতীয় উপমহাদেশের নানা স্থানে এই শক্তিপীঠগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কলকাতার কালীঘাট, বীরভূমের বক্রেশ্বর, নলহাটি; বাংলাদেশ রাষ্ট্রের ভবানীপুর ইত্যাদি বাংলার কয়েকটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ।
সত্য যুগে মহাদেবের উপর প্রতিশোধ নেয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। দক্ষ তার কন্যা সতী দেবী তার(দক্ষর) ইচ্ছার বিরুদ্ধে 'যোগী' মহাদেবকে বিবাহ করায় ক্ষুব্ধ ছিলেন। দক্ষ মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেব-দেবীকে নিমন্ত্রন করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন।
কিন্তু সতী দেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেয়া হয়নি। অধিকন্ত্তু দক্ষ মহাদেবকে অপমান করেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এ অপমান সহ্য করতে না পেরে তার যোগীর শক্তির উত্থান ঘটিয়ে
Blogger Widgets
 

ভিজিটর সংখ্যা

page visitor counter
SB
 
Elegant Rose - Working In Background
Blogger Widget